কসবায় শুদ্ধ বাংলা উচ্চারণ-বানান বিধির উপর দিনব্যাপি সেমিনার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুদ্ধ বাংলা উচ্চারণ ও বানান বিধির উপর দিনব্যাপী সেমিনার শুক্রবার কসবা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা শিরিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সদস্যসচিব মোস্তাফা মাহমুদ সারোয়ার, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সোহরাব হোসেন মোল্লা, মইনপুর (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম স্বপন ও কসবা প্রেসক্লাব সাধাণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন সরাইল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মানবর্দ্ধন পাল। সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।