Main Menu

বাংলাদেশ ভারত সীমান্তে সেক্টর ও ডিআইজি পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

+100%-


খ.ম. ঢালী : মঙ্গলবার সকালে বাংলাদেশ ভারত সীমান্তে ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন সীমান্ত পিলার ২০৩৯ এম এর কাছে ভারতের কমলা সাগর গেস্ট হাউজে বাংলাদেশের বিজিবি কুমিল্লা সেক্টর ও ত্রিপুরা গোকুলনগর সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ গোকুলনগর সেক্টরের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ১০ টা থেকে এ সম্মেলনে বিজিবির পক্ষে উপমহাপরিচালক মোঃ জিল্লুল হক পিএসসি ও ভারতের পক্ষে বিএসএফ-এর গোকুলনগর সেক্টরের ডিআইজি শ্রী বি.এস তোলিয়া নেতৃত্ব দেন।
এতে বিএসএফ ও বিজিবির সেক্টর অধিনায়ক ও স্টাফ অফিসারগণ অংশ নেন। সম্মেলন সম্পর্কে বিজিবির উপ-পরিচালক জিল্লুল হক পিএসসি জানিয়েছেন উক্ত সম্মেলনে দু’ দেশের সীমান্তে স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় ও শান্তি সম্প্রীতি বজায় রাখা প্রতিনিয়ত পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের সমস্যা দ্রুত সমাধান, সীমান্তে গুলি বর্ষণ, নির্যাতন হত্যা প্রতিরোধ,গাঁজা,মদ এবং প্রাণঘাতি  মাদকদ্রব্য পাচার রোধে আলোচনা হয়েছে।






Shares