সিভিল সার্জন ঘুষ বানিজ্যের মাধ্যমে চাকুরী দেওয়ার প্রতিবাদে ও নিয়োগ বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ
কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ॥ রবিবার ৩ আগষ্ট কসবা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ঘুষ বানিজ্যের মাধ্যমে দেওয়ার প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টা থেকে কয়েক ঘন্ট্যাব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চত্বরের সামনে অনুষ্ঠিত প্রতিবাদসমাবেশে কসবা কমিউনিটি পুলিশিংএর সদস্য সচিব ও কসবা সচেতন নাগরিক সমাজের আহবায়ক শফিকুল ইসলাম ভুইয়া রগু’র সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আবু জাহের ও কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতিখ.ম.হারুনুর রশীদ ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন,কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল হক,,গোপীনাথপুর কলেজের অধ্যক্ষ আকরাম খান,বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন,কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন,তারেক মাহমুদ,সফিকুল ইসলাম,এম.এ.আজম, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন,কাজী মানিক,পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন ,ফায়েজ খন্দকার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘুষ বানিজ্যের তীব্র প্রতিবাদ,নিন্দা জানিয়ে সমাবেশ থেকে অতিলম্বে এ নিয়োগ বাতিল করার আহবান জানানো হয়।এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন নারায়ন চন্দ্র দাস,কসবা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ক্যাশিয়ার বিল্লাল হোসেন খন্দাকার, অফিস সহকারী সুলতানা রাজিয়া ও নৈশপ্রহরী আতাউর রহমান শাহিন কসবা ১২ জন প্রার্র্থী থেকে ৩৬ লাখ টাকা নিয়ে চাকুরী না দিয়ে অধিক ঘুষ বানিজ্যের মাধ্যমে অবৈধ ভাবে চাকুরী দেওয়ার বিরুদ্ধে রাহাত সুলতানার কসবা থানায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানান। এছাড়া সিভিল সার্জন নারায়ন চন্দ্র দাসকে গ্রেফতার করার দাবীও জানানো হয়। অন্যাথায় তার পালিয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে বক্তারা জোর দাবি জানান। পরিশেষে সিভিল সার্জনের প্রতি কৃতি আগুনদিয়ে পুড়িয়ে দেওয়া হয়।