Main Menu

ফরিদ মিয়ার বাঁচতে চায়

+100%-

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার দক্ষিণ কসবায় পূর্বশক্রতার জের ধরে নিরহ ফরিদ মিয়ার বাড়িতে দুই দফায় হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদেরকে আহত করে।এসময় ঘর বাড়ির ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষর্শী সূত্র জানায়,দক্ষিণ কসবা গ্রামের ফরিদ মিয়ার (৫৫)সাথে প্রতিবেশী মিলন মিয়া গংদের সাথে পূর্বশক্রতার জের ধরে মামলা মোকাদ্দোমার বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষদের অন্যায় অত্যাচারের ফলে গত ১২ সেপ্টেম্বর কসবা থানা মামলা নং-১৫ মিলন মিয়া(৫৫)পিতা মৃত্যু হিজু মিয়াসহ ১০জনকে আসামী দিয়ে ফরিদ মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। আসামী মিলন মিয়া বিজ্ঞ আদালতে হাজির হলে আদালত কর্তৃক সে জেলহাজতবাস করেন।আসামী মিলন মিয়া জাবিনে বাড়িতে এসেই ফরিদ মিয়ার অবর্তমানে তার বাড়িতে গিয়ে মিলন মিয়ার লোকজন দ্বিতীয় দফায় হামলা চালিয়ে মহিলাদেরকে আহত করে বাড়ি ঘর ভাংচুর সহ দাঁ দিয়ে কুপিয়ে ব্যাপক ক্ষতিসাধন,ঘরের মালামাল লুটপাট করার অভিযোগ করেছেন। ফরিদ মিয়ার দায়ের করা  মামলা তুলে না নিলে বা এই হামলার বিষয়ে পুনরায় মামলা দায়ের করলে হত্যার হুমকি দেয় হামলাকারীরা। হামলাকারীদের ভয়ে ফরিদ মিয়া জীবন রক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছে।  ফরিদ মিয়ার আহত স্ত্রী আনোয়ারাকে কসবা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ফরিদ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বাদি হয়ে কসবা থানায় এই ঘটনায় এজাহার দিলে কসবা থানার সাবেক অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কসবা থানার উপ পুলিশ পরিদর্শক মো.মজিবুর রহমান(২) সরেজমিনে তদন্তের জন্য পাঠান। তদন্ত কর্মকর্তা সরেজমিনে এসে হামলার ঘটনা সততা খুজে পেলে প্রভাবশালীদের প্রভাবের ফলে মামলাটি অবশেষে এফআইআর করে । বর্তমানে মিলন মিয়া গংরা বিভিন্ন ভাবে হুমকিসহ বাড়ি,ঘর,বসত বাড়ির জাগা দখলের পায়তারা করার ফন্দিফিকির করছে বলে নিরহ পরিবারটি স্থানীয় কসবা উপজেলা প্রেসক্লাবে এসে সোমবার দুপুরে  অভিযোগ  করেন। প্রকাশ্য দিনের আলোতে ফরিদ মিয়ার লোকজন হুমকিসহ মোটা অংকের টাকা দাবী করছে বলেও অভিযোগ করেন। কসবা দক্ষিণ এলাকায় বিভিন্ন  অপতৎপরতা অব্যাহত রাখার ফলে মিলন মিয়ার লোকজন দিন দিন মাথাচারা দিয়ে উঠেছে বলেও অভিযোগ করেন। যার ফলে  প্রভাবশালী মিলন মিয়াসহ তার দাঙ্গাবাজরা  একের পর এক মিথ্যা মামলা আর হামলার ভয় ভিতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজ্য কায়ের করার চেষ্টায় লিপ্ত সহ নিরহ ফরিদ মিয়ার জমি জাগা দখলের পায়তারার চেষ্টা করছে বলে ভুক্তভোগি পরিবারটি জানান। প্রতি পক্ষ মিলন মিয়া জানান উভয় পক্ষই মামলা মোকাদ্দোমা বিজ্ঞ আদালতে চলমান থাকার কথা স্বিকার করেন। তথ্য সুত্রে প্রকাশ বিএনপির হরতালের নামে কসবায় নাশকতার নামে  মিলন মিয়ার বিরুদ্ধে কসবা থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা পুলিশ জানান।  তবে আমার বিরুদ্ধে  অন্যান্য অভিযোগের বিষয়টি সৎ নহে। প্রতিপক্ষ মিলন মিয়াসহ তার লোকজনের  জঘন্যতম অন্যায়,অত্যাচার, মিথ্যা মামলা আর হুমকি সহ বাড়ি ঘর দখলের পায়তারার  কবল থেকে বাঁচতে দেশের মাননীয়  আইনমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 






Shares