Main Menu

কসবায় স্কুল ছাত্র জয়নাল আবেদীনের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মিছিল-সমাবেশ

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুল ছাত্র জয়নাল আবেদীনের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে বৃষ্টির মধ্যেই শিমরাইল  উচ্চ বিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিমরাইল-কসবা রাস্তায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
অভিভাবক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন  বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষক মুসলেম মিয়া, ছাত্র শেখ রাসেল, মোঃ কানন মিয়া, নাছির উদ্দিন, শফিকুর রহমান, মোখলেছ মিয়া, তাহমিনা বেগম, জরিনা আক্তার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জয়নাল হত্যার খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লে¬খ্য, ছাগলে পাট খেত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ জুন দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে শিমরাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও শিমরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে জয়নাল আবেদীন -(১৬) নিহত হয়। এ ঘটনায় জয়নাল আবেদীনের বাবা ধন মিয়া বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন।
এদিকে স্কুল ছাত্র জয়নাল আবেদীন হত্যাকান্ডের ১ সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, জয়নাল আবেদীনের হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Shares