কসবায় পানিয়ারূপ বাজারে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া কসবায় পানিয়ারূপ বাজারে সোমবার গভীর রাতে আনুমানিক সাড়ে তিনটায় আগুন লেগে ৪টি ছোট বড় দোকানসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
সংবাদ পেয়ে গভীর রাতে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইতে সক্ষম হয়েছে বলে বলে বাজারীরা জানান।
ক্ষতিগ্রস্থ কসমিটিকের দোকানী সালাউদ্দিনের ২০লাখ টাকার মালামালসহ দোকানে থাকা নগদ ১লাখ ২০টাকা পুড়ে গেছে। তার মধ্যে সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলাম,ডেকেরেটর জাকির হোসেন, কাপড়ের দোকানী নাজমা বেগম/মেডিকেল দোকান সহ মোট প্রায় ৬০/৮০লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বাজারের দোকানীরা জানান। কিভাবে আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি।
তবে বড় ৩টি দোকানে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে স্থানীয়রা জানান। অপর দিকে কায়েমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সালাউদ্দিনকে নগদ ৫ হাজার ও সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলামকে ২ হাজার টাকা তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন বলে তিনি জানান।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান ঘটনাস্থান পরির্দশন করেছেন । এই আগুনে পুড়া ক্ষতিগ্রস্থ বাজারটি আইন মন্ত্রী এড.আনিসুল হকের নিজ গ্রামের বাজার বলে এলাকাবাসী জানান।