ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু। কসবা থানায় জিডি
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলা প্রাণী সম্পদ অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ কাউছার মিয়া অসর্তকতার ভুল চিকিৎসার ফলে ১মাস বয়সের বাছুরের মায়ের (গাভীর) মৃতুতে থানায় জিডি দায়ের করার সংবাদ পাওয়া যায়।
ঘটনা প্রকাশ গত ২৩মে সকাল থেকে ১মাস বয়সের মা গাভিটি গরমে হঠাৎ পাতলা পায়খানায় অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পাদ অফিসে গেলে দায়িত্বরত কর্মকর্তা মোঃ কাউছার মিয়ার ব্যবস্থাপত্র মোতাবেক তিনটি ইনজেকশন কিনে তাকে সাথে নিয়ে বাড়িতে গিয়ে তিনটি ইকজেকশন প্রদানের পর সাথে সাথে গাভিটি মৃতুর হয়। উক্ত কাউছার মিয়া দ্রুত গৃহকর্তার বাড়ি থেকে চলে আসে। কাউছার মিয়ার ভুল চিকিৎসায় গাভিরটির মৃতুর কারণ উল্লেখ করে কসবা পৌরসভাধীন মো.রায়হান,পিতা-হুমায়ন মিয়া ,গ্রাম-তারাপুর বাদী হয়ে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে গত ২৩মে কসবা থানায় একটি সাধারণ ডাইরী নং ১০০৬ দায়ের করেন।