কসবায় রেলে নাশকতার মামলায় বিএনপি’র আট নেতা জেলে
খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রতিনিধি :
রেলে নাশকতার মামলার কসবা উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের আট নেতাকে সোমবার জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। জেল হাজতে যাওয়া নেতারা হলেন, কসবা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মাসুদুল আলম, মো. জহিরুল ইসলাম (১), মো. জহিরুল ইসলাম (২), মনির হোসেন, মো. রিপন মিয়া, মো. রমজান মিয়া, মো. তরিকুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ নভেম্বর ওই নেতাদের বিরুদ্ধে রেলওয়েতে নাশকতার অভিযোগে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের হয়। তাদের বিরুদ্ধে ট্রেনে আগুন ও রেললাইন উপড়ে ফেলার অভিযোগ আনা হয়। বিএনপি’র হরতাল চলাকালে এ নাশকতা চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতে তারা জামিন আনতে গেলে নামঞ্জুর হয়।
« কসবায় রেলে নাশকতার মামলায় বিএনপি’র আট নেতা জেলে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় ‘ছোটদের ভোট’ »