কসবায় পাটের গুদামে আগুন, ক্ষতির পরিমান কোটি টাকার উপরে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলার কুটি বাজারের দুইটি পাটের গুদামে আজ শনিবার ১টা ২৫মিনিটে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুনে দুইটি গুদামে প্রায় ১২ হাজার মন পাট সম্পর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
সংবাদ পেয়ে আগুনের খবর পেয়ে কসবা, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া সদর ও কুমিলার মুরাদনগরের ফায়ার বিগ্রেডের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সুজিত কুমার রায়ের ব্যক্তিগত পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুতের মধ্যে আগুনের লিলিখান শিখা পাশের হাফিজ জুট মিলের অমলন্দ সাহার গুদামে ছড়িয়ে পড়ে। এতে হাফিজ জুট মিলের প্রায় ৬হাজার মন ও সুজিত কুমার রায়ের গুদামে ৬ হাজার মন পাট সম্পণ পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি। ক্ষতিগ্রস্থ সুজিত কুমার রায় ও অমলন্দ সাহা জানান তাদেও প্রায় ২কোটি টাকার সম্পাদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সংবাদ পেয়ে আইন বিচার ও সংসদীয় মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি ও কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। কুটি বাজারের এক প্রত্যক্ষদর্শী বাজার ব্যবসায়ী জীবন মোদক জানান প্রায় কোটি টাকার উপরে ক্ষতি সাধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি জয়নাল আবেদীন জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে।