কসবায় জাতীয় টিকা দিবস ও হাম-রুবেলা ক্যাম্পেইন অবহিত সভা
কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : ২১তম জাতীয় টিকা দিবস ও হামরুবেলা ক্যাম্পেইন ২০১৩-১৪ এর উপজেলা এ্যাডভোকেসী সভা কসবা উপজেলা মিলনায়তনে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইকবাল হুসাইনের সঞ্চালনায়ে অবহিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ, উপবৃওি কর্মকর্তা মাসুদুল হক প্রমুখ । এই সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুরজিদ রায়,কায়েমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ সরকার, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির,যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,সাংবাদিক অতুল সরকার প্রমুখ।
আগামী ২১ ডিসেম্বর ২০১৩ইং টিকা দিবসে কসবা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী ১লাখ ২০হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে বলে উপজেলা অবহিত সভায় জানানো হয়। এই টিকাদান কর্মসূচিকে সফল করার জন্য সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তি বর্গদেরকে সহায়তা প্রদানের আহবান করেছেন আয়োজকরা। অবিহত সভাটির আেিয়জান করেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র।