কসবায় ভাংচুরের মাধমে ২য় দিনের অবরোধ
প্রতিনিধি: ব্রাহ্মণবড়িয়ার কসবায় বিএনপি ও ১৮ দলের ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিন দু একটা ভাংচুরের মধ্য দিয়ে অবরোধ পালিত হয়েছে। ভোরে পিকেটাররা কুমিল্লা-সিলেট মহাসড়ক, কসবা-আখাউড়া, কসবা-ব্রাহ্মণবাড়িয়া ও কুল্লাপাথর-ব্রাহ্মণবাড়িয়া সড়কে টায়ার জালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখে। পিকেটাররা কসবা-আখউড়া সড়কের গুরুহিত নামক স্থানে ২ টি মটর সাইকেল ভাংচুর করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান একপ্লাটুন বিজিবি মোতায়েন করেছেন। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে। উপজেলার বিভিন্ন রাস্তায় বাস-ট্রাক, সিএনজি ও রিক্সাসহ সবধরনের যান চলাচল বন্ধ ছিল। ব্যাংক, বীমা খোলা থাকলেও সদর দরজায় ছিল তালা বদ্ধ। অফিস খোলা থাকলেও উপস্থিত ছিল খুবই কম। কসবার শান্তিপুরে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইকলিল আজমের নেতৃত্বে শতশত কর্মী কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল অবরোধ করে রাখে। |
« নির্দলীয় প্রার্থী হিসেবে নায়ার কবিরের মনোনয়নপত্র উত্তোলন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) এডভোকটে আনসিুল হক কসবা-আখাউড়ার মাটিতে পা রেখেছেনে »