কসবায় গোয়েন্দা পুলিশের মাইক্রোবাসে হামলা
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে অবরোধকারীরা। শনিবার বেলা ১১টার দিকে কসবা-আখাউড়া সড়কের তেতুইয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তেতুইয়া এলাকায় বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে অবরোধকারীরা। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দলটি মাইক্রোবাস নিয়ে সেখানে যায়। তারা রাস্তায় ফেলে রাখা গাছ সরাতে শুরু করলে অবরোধকারীরা লাঠি-সোটা নিয়ে তাদের ধাওয়া করে।এরপর পুলিশ সদস্যরা মাইক্রোবাসটি নিয়ে তেতুইয়া মোড়ের দিকে সরে আসলে দুদিক থেকে তাদের উপর হামলা চালানো হয়। এসময় তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি ভাংচুর করে অবরোধকারীরা। ওই গাড়িতে থাকা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ভূঁইয়া গাড়িতে হামলার কথা স্বীকার করেছেন। |
« অবরোধে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। ট্রেনে ককটেল হামলা, পুলিশের গাড়ি ভাঙ্গচুর। বিজিবির টহল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনে এডভোকেট আনিসুল হকের মনোনয়ন পত্র সংগ্রহ। মিষ্টি বিতরণ »