Main Menu

বাঙ্গালী জাতির কাছে বঙ্গবন্ধুর নাম চিরকাল চিরস্বরণীয় হয়ে থাকবে-এড.শাহ্ আলম এমপি

+100%-

প্রতিনিধি :কসবা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জাতির জনকের  শাহাদত বার্ষিক পালন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবদ্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলে গতকাল ১৫ আগষ্ঠ কসবা উপজেলা প্রশাসন ,উপজেলা আওয়মীলীগ, পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস কসবা উপজেলা ও জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানেরর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.মোহাম্মদ শাহ্ আলমঅ বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা  চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, সহকারী কমিশনার (ভূমি) আবুল ফাতে সাইফুল ইসলাম, কসবা থানা অফিসার ইনচার্জ মো.বদরুল আলমতালুকদার, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড.একেএম আজিজুর রহমান,কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,কসবা পৌর আওয়ামীলীগীর  সভাপতি আব্দুর রউফ রব্বান,সাধারণ সম্পাদক মো.হুমায়ন কবীর,কসবা মহিলা কলেজের অদ্য তসলিম মিয়া,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমজি হাক্কানী,সাধারণ সম্পাদক আবু জাহের,মো.লৎফুর রহমান,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,সাধরণ সম্পাদক এমদাদুল হক পলাশ,কসবা পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ,সাধরণ সম্পাদক লিমন প্রমুখ। কসবা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দু রউফ রব্বানের সভাপতিত্বে কসবা উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে কসবায় জেলা পরিষদ অডিটরিয়ামে  শোক দিবসটি পালন করেছে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,এম এ আজিজ।প্রধান অতিথি বলেন রক্তের অরে লেখা ১৫ আগষ্ঠ জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্খিত দিন। ১৯৭৫ সালের এই কালো দিনটিতেই জাতি হারিছে তার গর্ব,আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ,স্বাধীনত বাংলাদেশের স্থপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার-পরিজনও। দীর্ঘ ৩৪ বছরেরও বেশী সময় পর সেই কলক্সক থেকে জাতির দায়মুক্তি ঘটেছে।আর তাই বাঙ্গালী জাতির কাছে বঙ্গবন্ধুর নাম চিরকাল চিরস্বরণীয়  হয়ে থাকবে বলে তিনি অভিমত প্রকাশ করেছে। জাতির জনক বঙ্গবদ্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবার পরিজনের আত্বার শান্তী  এবং দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সু স্বাস্থ্য সহ দেশবাসীর জন্য মঙ্গল কামনা কওে দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম।






Shares