নবীনগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবিতে বরের বাবা সহ তিনজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৩১.০৫.১৩) সন্ধ্যায় তিতাস নদীর সীতারামপুরের কাছে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চিত্রি গ্রামের সাবেক ইউপি সদস্য (গত বছর খুন হন) গুতু মিয়ার মেয়ে রোজিনা বেগমের সঙ্গে পাশ্ববর্তী সীতারামপুর গ্রামের আবু সুফিয়ান মিয়ার মধ্যপ্রাচ্য প্রবাসী ছেলে জাকির হোসেনের আজ শুক্রবার দুপুরে কনের বাড়িতে টেলিফোনে বিয়ে হয় (কাবিন বিয়ে)। ওই বিয়ে শেষে সন্ধ্যায় ১৫/১৬জন বরযাত্রীসহ বরের বাড়ির লোকজন ট্রলারযোগে সীতারামপুর গ্রামে ফিরছিলেন। এসময় সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে সীতারামপুরের কাছাকাছি তিতাস নদীতে আকস্মিক এক দমকা বাতাসে নৌকাটি উল্টে ডুবে যায়। এসময় সাতরিয়ে সবাই পাড়ে উঠতে সক্ষম হলেও, বরের বাবা আবু সুফিয়ান (৫৫), তার নাতনী মেঘলা (৫) ও আরও একজন (নাম জানা যায়নি) এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮-৩০ মিনিট) নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্মী এনামল হক নামের এক ব্যাক্তি রাত সাড়ে আটটায় বলেন,‘বরের বাবা, ভাতিজি ও গ্রামের একজন সহ মোট তিনজন এখনও নিখোঁজ রয়েছে। নবীনগর থানার ওসি আবু জাফর বলেন,‘রাত আটটার দিকে এধরণের একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও আমরা বিস্তারিত তথ্য জানতে পারিনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত পৌনে নয়টায় বলেন,‘বরযাত্রীবাহী নৌকাডুবিতে এ পর্যন্ত দুজনের নিখোঁজ হওয়ার সত্যতা আমরা পেয়েছি। এরার হলেন বরের বাবা আর ভাতিজি। তবে ট্রলারে থাকা বাকীরা সাঁতরে পাড়ে ওঠতে সক্ষম হয়েছেন।’ দু’জন নিখোঁজের উদ্ধারের বিষয়ে রাতেই কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে ইউএনও বলেন,‘পুলিশের সঙ্গে কথা বলে এ বিষয়ে রাতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ |