Main Menu

বাংলাদেশ আওয়ামীলীগ কসবা উপজেলার সম্মেলন ৯জুন সভাপতি-১,সাধারণ সম্পাদক পদে-৩জন প্রার্থী অংশগ্রহণ

+100%-

প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেন-২০১৩ইং উপলে নির্বাচন তফসিল ও নির্বাচনী আচারণ বিধি ঘোষণা করেছেন আলহাজ্ব প্রিন্সিপাল বাছির আহমেদ,চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশন,সম্মেলন -২০১৩।এই সময় নির্বাচন পরিচালনা কমিশনের সদস্য যথাক্রমে আলহাজ্ব মো. লৎফুর রহমান,মো. হুমায়ন কবীর উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন অস্থায়ী কার্যালয় কসবায় মনোনয়ন প্রত্রের ফরম বিতরণ ও জমা গ্রহণ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,সভাপতি পদে ১জন,আলহাজ্ব শাহ আলম এড.(ছাতা প্রতিক),সাধারণ সম্পাদক পদে ৩জন যথাক্রমে আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল(দেয়াল ঘড়ি প্রতিক),কাজী আজহারুল ইসলাম(চেয়ার প্রতিক),এড.আনিছুল হক ভুইয়া(আনারস প্রতিক) অংশগ্রহণ বিকাল ৫টার পূবেই প্রার্থীরা মনোনয়ন পত্র গ্রহণ ও জমা প্রদান করেন। সভাপতি পদে আলহাজ্ব শাহ আলম এড.এর পে মনোনয়ন পত্র জমা প্রদান করেন কসবা উপজেলা যুবলীগৈর সভাপতি এমজি হাক্কানী,সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুলের পে আবু জাহের, কাজী আজহারুল ইসলামের পে প্রার্থী নিজ ও মনির,আব্দু রউফ প্রমুখ, এড.আনিছুল হক ভুইয়ার পে প্রার্থী নিজসহ নিজাম উদ্দিনসরকার ধনু,মনির হোসেন প্রমুখ।এই সময় দলীয় নেতাকর্মী,সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।মনোনয়ন পত্র বাছাই ৩১মে ৩ ঘটিকায়,প্রত্যাহার ২জুন বিকাল ৫টায়,প্রতীক বরাদ্দ ২জুন বিকাল ৫টা ৩০মিনিট, ভোট গ্রহণ ৯ জুন,দুপুর ২.৩০-বিকাল-৪.৩০ ঘটিকায় ভোট গ্রহণের স্থান কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন পরিচালনা কমিশন,সম্মেলন -২০১৩, চেয়ারম্যান, আলহাজ্ব প্রিন্সিপাল বাছির আহমেদ,কসবা উপজেলা প্রেসকাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীকে জানান।তিনি আরোও জানান প্রার্থীগণ তাহাদের পে নির্বাচনের প্রচারের ব্যাপারে কোন প্রকার পোষ্টার,ফেষ্টুন,স্টিকার,ব্যানার,তোরণ,মাইকিং,দেয়াল লিকন,সভা ও মিছিল করা থেকে বিরত থাকতে হবে বলে এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদেরকে ২৪৬ জন কাউন্সিলর  গোপন ব্যালটের মাধ্যমে ভোটে নির্বাচিত হবে।






Shares