Main Menu

কসবায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি-স্কুল-দোকান পাট বিধ্বস্ত

+100%-

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া। : সর্বনাশা দুর্যোগ যেন ছাড়তেই চাইছেনা ব্রাহ্মণবাড়িয়ার কসবাকে। ফিরে ফিরে যেন তছনছ করছে কসবা বাসীকে। আঘাত হানছে কালবৈশাখী ঝড়। গত ৮মে নিয়ামতপুর ও কোনাউড়া গ্রামের উপর কালবৈশাখী ঝড়ের কবলের পর গত (১৮মে) শনিবার সন্ধ্যার সাথে সাথেই আবার জেলার কসবা উপজেলার মূলগ্রামসহ ময়দাগঞ্জ বাজারের উপর দিয়ে কালবৈশাখী ঝড় তান্ডব চালায়। এতে অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি,ময়দাগঞ্জবাজারের দোকানপাট,মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।এ ছাড়া স্কুল পুড়–য়া ছেলে-মেয়েদের বই খাতা নষ্ট হয়েছে।  এসময় গুরুত্ব আহত হয়েছে তিনজন লোক।  কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ও মূলগ্রামের ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী গতকাল রোববার সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। কসবা ্পজেলা প্রসাশন কর্তৃক ক্ষতিগ্রস্থদেরকে প্রাথমিক ২০কেজি করে চাউল প্রদানের কথা বলেন।






Shares