কসবায় মালবাহী ট্রেন লাইনচুত্য, ট্রেন যোগযোগ বন্ধ, চট্রগ্রামগামী মেইল ট্রেনে ডাকাতি
প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম গ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ। স্থানীয় সুত্র জানায়, মঙ্গলবার সকালে কসবা মন্দবাগ রেলষ্টেশনের মধ্যবর্তী স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকেই বন্ধ হয়ে যায় এ পথের সব ধরনের ট্রেন চলাচল। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্নস্থানে আটকা পড়েছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর ইসলাম জানান, ট্রেনচলাচল স্বাভাবিক হতে বেশ কয়েকঘন্টা সময় লাগবে। এদিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগাম গামী মেইল ট্রেনে মঙ্গলবার ভোরে ডাকাতি হয়েছে। জিআরপি পুলিশ ঘটনার সাথে জড়িত জসিমউদ্দিন নামে একজনকে আটক করেছে। |