কসবায় টর্ণেডোয়ে ৩শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ-আহত দেড়শতাধিক-ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল বিতরণ
কসবা প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় টর্ণেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার নিয়ামতপুর ও নবীনগর উপজেলার কোনাপুর দুই গ্রামে ৩ শতাধিক বাড়ি ঘর লন্ড বন্ড কওে দিয়েছে।দুই গ্রামে প্রায় ২শতাধিক নারী-পুরুষ আহত হয়েছে বলে মুলগ্রাম ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম সহ স্থানীয়প্রসাশন জানান। কসবা উপজেলা নিয়ামতপুর গ্রামে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে গ্রামবাসী জানান।কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন বকুল ও কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান জানান প্রতিটি পরিবারকে প্রাথমিক অবস্থায় ২০কেজি চাউল দেওয়া হবে। নিয়ামতপুর একটি গ্রামের ৩০০ পরিবারের তালিকা কওে তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করবন বলে জানান। সংবাদ পেয়ে মেডিকেল টিম গিয়ে নিয়ামতপুর প্রাথমিক বিদ্যালয়ে আহতদেরকে চিকিৎসা করা হচ্ছে।এবং ফায়ারসার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্থ পড়ে থাকা গাছ পালা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেন। |
« সরাইলে বজ্রপাতে দুই কৃষক নিহত : আহত ৩ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) রাজনৈতিক কর্মসূচীতে জড়ানো হচ্ছে শিশুদেরও »