Main Menu

কসবায় ভারতে পাচারকালে মাছ আটক

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচারকালে ৮ লাধিক টাকার মাছ আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা। বিজিবি মাছ বহনকারী সিএনজিটিও জব্দ করে। পরে বিজিবি আটককৃত মাছ ও সিএনজি অটোরিক্সাটি আখাউড়া শুল্ক স্টেশনে জমা দেয়। মাছগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।
বিজিবি সূত্র জানায়, রোববার ভোরে জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোসাইস্থল সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে মাছগুলো আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারী পালিয়ে যায়। এদিকে, গভীররাতে  বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর থেকে ৫৫ কেজি চোলাই মদসহ এক সিএনজি অটোরিকশা চালককে আটক করে বিজিবি সদস্যরা।






Shares