কসবায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আযম
সংস্কার কমিশন রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে




রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে বিজয়ের মাস ডিসেম্বেরর প্রথমদিন শ্রদ্ধাঞ্জলি জানাতে আসেন। এসময় স্থানীয় সাংবাদিকরা জাতীয় নির্বাচন প্রসংগে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সংস্কার এবং নির্বাচন সবটাই সম্পন করবো। এখানে কাউকে বিছিন্ন রেখে নয়। সবার ঐক্যমতের ভিত্তিতেই আমরা নির্বাচন যাব। সংস্কার কমিশনগুলো সম্ভবত ডিসম্বরের মধ্য অথবা বড়জোর জানুয়ারির দুই সপ্তাহের মধ্যে রিপার্ট দিলে তখন এটা জনসম্মুখে যাবে এবং রাজনৈতিক দল, জনগন এবং নানা রকমের ষ্টেকহাল্ডার রয়েছেন, তাদের সবার সাথে বলে যত দ্রুত সম্ভব নির্বাচন যাবে সরকার।
নির্বাচন সকল দলের অংশগ্রহন থাকবে কিনা এমন প্রশ্নে ফারুক ই আযম বলন, রাজনতিক দলগুলো যারা রাজনীতি করেন তাদরতো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। সরকারের পক্ষ থেকে আমরাতো বলতে পারিনা কারা নির্বাচন যাবে কারা যাবেনা।
মুক্তিযোদ্ধা তালিকা সংশোধনের বিষয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ না করে অন্যরা যারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে তারা জাতির সাথে প্রতারনা করেছেন। এই প্রতারকদের জাতির সামনে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। আমরা প্রক্রিয়াটা সম্পন্ন করে দিচ্ছি যাতে আপনারা তাদেরকে জাতির সামনে তুলে ধরতে পারেন। এসময় উপদেষ্টা কোল্লাপাথর শহীদ সমাধীস্থলের সমস্যাগুলোর নিরসনের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মবাড়িয়া এলডিসি (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার (ভুমি) মোঃ গোলাম সরওয়ার, সহকারী পুলিশ সুপার ( কসবা সার্কেল) দেলোয়ার হোসেন সহ অন্যরা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য লোকজন উপস্তিত ছিলেন।
« হামলা নয়, দুর্ঘটনার কবলে ভারত থেকে আসা বাস (পূর্বের সংবাদ)