ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ছাত্রলীগের ছিল সক্রিয় ভূমিকা :: আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক
ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ছাত্রলীগের ছিল সক্রিয় ভূমিকা :: আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক
তিনি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মোঃ আজহারুল ইসলাম ও আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন নিজাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ প্রমুখ।
সম্মেলনে মোঃ মনির হোসেনকে সভাপতি, মোঃ আফজাল হোসেন রিমনকে সাধারণ সম্পাদক ও মোঃ ইসতিয়াক আলম জনিকে সাংগঠনিক সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। তার পূর্বে আইনমন্ত্রী উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত সমিতি কসবা জোনাল অফিসের আওতায় ১ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে ৪টি গ্রামের প্রায় ১১ কিলোমিটার বিদ্যুতায়িত ৭৯৯ জন গ্রাহকের মাঝে বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন। তাছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত উপজেলার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। তাছাড়াও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, মাল্টিমিডিয়া, প্রজেক্টর ও স্পীকার বিতরণ করেন। উপজেলার ১৫০ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা সহায়তা বাবদ ১৩ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।