Main Menu

প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা পেলেন কসবার ১০৪জন ভূমিহীন পরিবার

+100%-

কসবা প্রতিনিধি::  মুজিববর্ষ উপলক্ষে আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘর আনুষ্ঠানিক ভাবে প্রদানের উদ্বোধন করেন। উপহার হিসেবে স্বপ্নের ঠিকানা পেলেন ব্রাহ্মণবাড়িয়া কসবার ১০৪জন ভূমিহীন পরিবার।
আজ সকালে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাউছার ভূইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,রুহুল আমীন ভূয়া প্রমুখ।
এই সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,সহকারী কমিশনার ভূমি হাছিবা খান, কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভূইয়া পিপিএম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্বপ্নের ঠিকানা ১০৪জন ভূমিহীন পরিবারেহাতে ঘরের দলিল তুলে দিলেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এই পরিবার গুলো আজ উঠবেন নতুন বাড়িতে। নতুন বাড়ি পেয়ে সুবিধাভোগিরা আনন্দে মাতোয়ারা হয়ে “জয় শেখ হাসিনা” বলে শ্লোগানে শ্লোগানে উপজেলা পরিষদ মিলনায়তন মোহরিত করে তুলেন।






Shares