Main Menu

ঘুষ ছাড়া চাকরি পাই, মেধাবিকাশের বিকল্প নেই:: কসবা বিলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায়– খ.ম.হারুনুর রশীদ ঢালী

+100%-

majith-01কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া): কসবা উপজেলার বিলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও আলোচনা সভা গত বৃহম্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালযের পরিচালনা কমিটিরি সভাপতি সাবেক ছাত্রনেতা মাজিদুল ইসলাম মাজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাইজখার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন,বিলঘর সরকারী প্রা:বিদ্যালযের প্রধান শিক্ষকতারু মিয়া,মাইজখার সরকারী প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,দক্ষিণখার সরকারী প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, ইউনুছ মেম্বার প্রমুখ। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহান,যুদ্ধকালীন ঘটনাবলি তুলে ধরার জন্য অনুরোধ জানান প্রধান অতিথি খ.ম.হারুনুর রশীদ ঢালী। তিনি বলেন; “ঘুষ ছাড়া চাকরি পাই,মেধাবিকাশের কোনো বিকল্প নেই”,সাহসি যৌবনে কসবা-আখাউড়াকে সুন্দর আগামী দিন গড়তে হলে আইনমন্ত্রী আনিসুল হক এমপির কোনো বিকল্প নেই। স্বাধীনতার ৪৩ বছরের ইতিহাসে এই প্রথম আইনমন্ত্রী আনিসুল হক এমপির সময়ই তার নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ায় ঘুষ ছাড়া (টাকা ছাড়া) চাকরি পাওয়ার বিষয়টি জনগণের মনে আনন্দ এনে দিয়েছেন। তাই এলাকার উন্নয়ন আর উৎপাদনের রাজনীতির জন্য আইনমন্ত্রীর পাশে থাকার জন্য প্রধান অতিথি সকলের প্রতি আহবান জানানো হয়। অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন। আইনমন্ত্রী আনিসুল হক এমপি,সহতার পরিবার পরিজনের জন্য দোয়া করা হয়।






Shares