Main Menu

কসবা সীমান্ত দিয়ে ৩১জন রহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেস্টা করছে বিএসএফ

+100%-

কসবা  প্রতিনিধি: বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাজিয়াতলী সিমান্ত দিয়ে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেস্টা করছে বিএসএফ।আজ রোববার দুই দেশের সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে স্থানীয় বিজিবি সূত্রে প্রকাশ ।

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে বাংলাদেশের সিমান্ত রক্ষিবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গ্রামবাসী।
রোহিঙ্গারা দুই দেশের শূন্য রেখার ভারতীয় অংশে জমিতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো; সফিক গতকাল জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সেদেশের সীমান্ত অংশ রোহিঙ্গা নাগরিকদের সীমান্ত এলাকায় জরো করছে। তারা রহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর চেস্টা করছে। বর্তমানে রোহিঙ্গারা কাটাতারের কাছে ভারতীয় অংশের শুন্য রেখায় অবস্থান করছে|

আজ রোববার কসবার ধজনগর সীমান্তে দুই দেশের সেক্টর পর্যায়ে পতাকা বৈঠকের পর বিস্তারিত জানানো হবে বলে বাংলাদেশ বিজিবি সূত্রে প্রকাশ ।
এ অবস্থায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। পাশাপাশি সিমান্তে বিজিবি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বিজিবি’র পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম মান্নান,ইউপি সদস্য খোরশেদ আলম ,সফিউলইসলাম বাবু ও হাজী হরমুজ আলী জানান,আমরা সকল মেম্বারসহ এলাকাবাসী সর্তক আছি যাতে আমাদের দেশে প্রবেশ করতে না পারে।
কোনো ক্রমেই রোহিঙ্গারা যেনো বাংলাদেশে প্রবেশ না করতে পারে প্রতিটি সীমান্তে সর্তকর্তা জারি করা হয়েছে।
এখন পর্যন্ত পতাকা বৈঠকের কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
বর্তমানে তিন ধরে ৩১ রোহিঙ্গারা কাটাতারের কাছে ভারতীয় অংশের শুন্য রেখায় ধানের জমিতে অবস্থান করছে|






Shares