Main Menu

কসবা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

+100%-

বায়েজিদ পাঠান ঢালী:: “তিনটি করে গাছ লাগান মুজিব বর্ষের অঙ্গিকার” এই শোলাগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী কসবা পৌর সভা বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

আজ ৩১ আগস্ট দুপুরে কসবা পৌরসভার উদ্যোগে পৌরচত্বরে ফলদ,বনজ,ঔষধি বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এবং ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়।কর্মসূচি উদ্বোধন করেন কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।

এই সময় কসবা পৌর সচিব আয়েশা আক্তার,পৌর কাউন্সিলর হেলাল সরকার,পৌর কাউন্সিলর রঙ্গু মিয়া,পৌর কাউন্সিলর আবু ছায়েদ,কসবা টি.আলী কলেজ ছাত্রলীগ সভাপতি সফিউল রহমান সাগর,জাবেদ চৌধুরী,রাব্বি,সাংবাদিক,শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন; জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলা পরিণত করা। তাই সে স্বপ্ন বাস্তবায়নে বৃক্ষরোপনের জুড়ি নেই। চলুন তিনটি করে গাছ রোপন করে পরিবেশ রক্ষা করি।
১হাজার গাছের চারা ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেন পৌর মেয়র েএমরান উদ্দিন জুয়েল।






Shares