কসবা ঐতিহাসিক কল্যান সাগর আধুনিকায়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহাসিক কল্যান সাগর পাড়ে আধুনিক পার্ক নির্মানের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। রোববার দুপুরে সাগরের পাড়ে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কল্যান সাগরের উত্তরপাড়ে আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপনকরেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার, উপজেলা কৃষিকর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের, পৌরসভার সহকারী প্রকৌশলী এবিএম বাবুল হোসেন, কসবা পৌর বিএনপি সভাপতি মোঃ শরীফুল ইসলাম ভূইয়া সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহীঅফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, এই উপজেলার ঐতিহাসিক কল্যান সাগর পাড়ে আধুনিক পার্ক নির্মানের মাধ্যমে সাগরের সৌন্দর্য বর্ধন হবে এবং স্থানীয়দের জন্য বিনোদনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, উপজেলা পরিষদ থেকে এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে। কসবা পৌরসভা থেকে প্রায় ৫০ লাখ টাকা প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রাক্কলিত বাজেট অনুমোদন পেলে পার্কের উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।