কসবায় ৩৬ পরিবারকে জিম্মি করে মিথ্যা মামলা দিয়ে পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির লক্ষীপুর গ্রামে ৩৬ পরিবারকে জিম্মির মাধ্যমে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে পুকুর দখল করার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলা স্বাধীনতা চত্বরে লক্ষীপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, আব্দুল মতিন,মো: নরুল আমীন, মো:জসীম,আনোয়ার হোসেন,মহসিন মিয়া,মো:জাকির হোসেন,আরিফ হোসেন ও মনির হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।
মানববন্ধনকারীরা বলেন, একই গ্রামের খোরশেদ আলম ও সোলেমান গংরা ঢাকা ডিএমপির এসপি নাজমুল হোসেনের প্রভাব খাটিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রামের ৩৬ অংশদারী পরিবারের সদস্যদের হয়রানী করে আসছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সরেজমিনে তদন্তক্রমে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনমন্ত্রীর কাছে দাবী জানান