কসবায় ৩০জন কৃষককে সিআইজি প্রশিক্ষণ প্রদান
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিন ব্যাপি সিআইজি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বৃহম্পতিবার সকাল থেকে স্থানীয় কসবা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছরের মত এবারও উপজেলার ৩০ জন কৃষক কৃষাণীদের নিয়ে সিআইজি কৃষক প্রশিক্ষণ শুরু হয়।
ফসল উৎপাদন বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থপনায় বিষয়ে প্রশিক্ষনে প্রধান প্রশিক্ষক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো: আমিনুল ইসলাম। প্রশিক্ষণে কসবা উপজেলা কৃষি অফিসার মো: মাজেদুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা আক্তার,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী , উপসহকারী কৃষি গোলাম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ফসলি জমির উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন প্রযুক্তি বিষয় এবং পোকামাকড় থেকে রক্ষা পেতে বিস্তারিত আলোচনা হয়।