Main Menu

কসবায় সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মতবিনিময়

+100%-


কসবা প্রতিনিধি : কসবা-আখাউড়া উপজেলার সাংবাদিকদের সাথে মতিবিনিময় করেছেন কসবা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, রুহুল আমিন ভুইয়া বকুল।

সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজল আহাম্মেদ খান, কালের কন্ঠ জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল, জুটন বণিক প্রমুখ।

স্থানীয় আওয়ামীলীগ ও জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, কুটি ইউপি আওয়ামী লীগের সভাপতি ছায়েদুর রহমান স্বপ্ন,কাইমপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন,বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.ইকবাল হোসেন,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিম প্রমুখ। তিনটি প্রেসক্লাব যথাক্রমে কসবা উপজেলা প্রেসক্লাব, কসবা প্রেসক্লাব ও আখাউড়া প্রেসক্লাবের সাংবাদিকদের স্থায়ী ভাবে জায়গাসহ অফিস কক্ষ স্থাপনের ব্যবস্থানে আইনমন্ত্রীর সকল প্রকার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা প্রেসক্লাবের সভাপতি মো: সোলেমান খান। দুই উপজেলার সাংবাদিকদের নিয়ে আইনমন্ত্রী ও স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের মতবিনিময় করার বিষয়ে অপরাধ পত্র পত্রিকায় খোলা চিঠিতে বিস্তারিত আলোচনা করা হয়েছিল।






Shares