কসবায় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা
কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিদ্যানগর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ২৭ মে রেববার দুপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা প্রেসক্লাব ও মাদক মুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ।
বক্তব্য রাখেন,বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে মো: আজাদুর রহমান,ইদ্রিছ আহাম্মদ,নূরুল ইসলাম,ফারুক আহাম্মদ,নেছার আহাম্মদ,শাহ্ আলম,রোজিনা আক্তার,শিরিনা আক্তার,বজলুর রহমান,নাজমূল এবং শিক্ষার্থী ইব্রাহিম ও তানিয়া প্রমুখ।
বক্তারা বলেন , শিক্ষাঙ্গন থেকে মাদক মুক্ত করতে হলে নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হবে।
পরিশেষে বিদ্যালয় চত্বরে “মাদক ছাড়বো,সন্দুর জীবন গড়বো” শিক্ষিার্থীরা একটি শোভাযাত্রা করেন।