কসবায় মাদকদ্রব্য চোরাচালান ও জঙ্গি তৎপরতা নিরোধকল্পে মতবিনিময় সভা
প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সরাইলের ব্যবস্থাপনায় সোমবার (২২মে) দুপুরে মাদকদ্রব্য চোরাচালান,মানব পাচার ও জঙ্গি তৎপরতা নিরোধকল্পে জনসচেতনা বৃদ্ধির জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সরাইল এর উপ-অধিনায়ক মেজর মাহাবুব শফিক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা থানা উপ-পুলিশ পরির্দশক মো: নুরুল ইসলাম, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গীর, উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগু, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কআছ প্রমুখ। বক্তব্য রাখেন গোপীনাথপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি ডাক্তার আবদুল কাদের, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সফিউল আজম বাবু প্রমুখ। মাদক একটি ভয়াবহ সমস্যা। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক চোরাচালান,মানব পাচার ও জঙ্গি তৎপরতা রোধ সম্ভব বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি,শিক্ষক,ইমাম,সাংবাদিক,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন