কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কসবা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সৃর্যাদয়ের সাথে সাথে ৩১ বার তোপধবনির মধ্যে দিয়ে দিবসটি সূচনা করা হয়। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার বিকালে অনুষ্ঠিত হয়। বিকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছল বেগম,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়াসহ প্রমুখ ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন। স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
« নবীনগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভায় ২৫ মার্চের গণহত্যাকে “আন্তর্জাতিক গণহত্যা দিবস” হিসেবে স্বীকৃতি প্রদানের জোর দাবি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় ১১৫ কেজি গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ী আটক »