Main Menu

কসবায় ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু:: কর্তব্যরত সাংবাদিকের উপর হামলা-তিন সাংবাদিক গুরুতর আহত (ভিডিও)

+100%-

kasba2কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসুন্ধরা হাসপাতালে চিকিৎসকের ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ খবর পেয়ে গত শনিবার (৯ এপ্রিল) সকালে সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতাল কতৃপক্ষ তিন সাংবাদিককে পিটিয়ে, কুপিয়ে আহত করে এবং ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় তিন সাংবাদিককে আটক করে রাখে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হাসপাতাল পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাংবাদিকরা।

আহত সাংবাদিকরা হলেন; বিজয় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন ওরফে উজ্জল (৩৫), আমার দেশ প্রত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি মো. অলিউল্লাহ সরকার অতুল (৩০), কুমিল্লা থেকে প্রকাশিত ডাক প্রতিদিন প্রত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি মো.রুবেল আহাম্মদ (৩৫)। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে; কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় গ্রামের সেলিম মিয়ার স্ত্রী নিলুফা আক্তার  প্রসব ব্যাথা নিয়ে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুহনী বসুন্ধরা হসপিটাল (প্রা:) লিমিটেডে ভর্তি হন। তাৎক্ষনিকভাবে তাকে অস্ত্রোপাচার করানো হয়।  সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান অসুস্হ হয়ে পড়লে  তাকে নিয়ে যাওয়া হয় অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল্লাহ এর কাছে। তিনি শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
এদিকে চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এ ছাড়া প্রসুতি নিলুফা আক্তারের শারিরীক অবস্থা অবনতি দেখা দিয়েছে। প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে পেট ফুলে গেছে। পরদিন শুক্রবার সকালে আবারও অস্ত্রপাচার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

kasba1খবর পেয়ে শনিবার সকালে সাংবাদিকরা সংবাদের তথ্য সংগ্রহ করতে বসুন্ধরা হসপিটালে যায়। এ সময় তাদের পেশাগত পরিচয় দিয়ে হাসপাতালে পরিচালক গোলাম মোস্তফার কাছে নবজাতক ও প্রসুতির পুনরায় অস্ত্রপাচারের বিষয়ে জানতে চায়। এ সময় গোলাম মোস্তফার লোকজন উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপর চড়াও হয়। পরে তাদেরকে পিটিয়ে, কুপিয়ে একটি কক্ষে আটকে রাখেন। ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় একটি চক্র হাসপাতালের টেবিল-চেয়ার গ্লাস ভাংচুর করেছে।

খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিন সাংবাদিককে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

kasba3ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কসবা উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা থানা চত্ত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে কসবায় কর্মরত সকল সাংবাদিকরা অংশ নেয়। আহত বিজয় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন ওরফে উজ্জল বলেন, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও প্রসুতির গুরুতর অসুস্থ্যতার খবর পেয়ে হাসপাতালে গেলে সেখানে মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞাসা করায় তিনিসহ তাঁর লোকজন তিন সাংবাদিককে পিটিয়ে কুপিয়ে একটি আটকে রাখে। এ সময় ভিডিও ধারণ করা ক্যামেরাটি ছিনিয়ে নেয়।






Shares