কসবায় বিয়ে বাড়ীতে হামলায় ক্ষতিগ্রস্থদেরকে গৃহ নির্মাণে জেলা প্রশাসকের টিন ও নগদ টাকা প্রদান
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: আজ ২৫ফেব্রুয়ারি রবিবার বিকালে কসবা উপজেলার বিনাউটি ইউপি কার্যালয়ে রাউৎহাট গ্রামে ইভটিজিংকে কেন্দ্র করে হরিজন সম্প্রদায়ের বাড়িঘর ক্ষতিগ্রস্থ পরিবারকে গৃহনির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা প্রদান করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় থেকে টিন ও নগদ টাকা হরিজন সম্প্রদায়ের জহুর লাল ও তার পরিবারের হাতে তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এড.ইকবাল হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী ও কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,ইউপি সদস্য বাচ্চু মিয়া প্রমুখ।
উল্লখ্য, গত ২৩ ফেব্রুয়ারি শুত্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউপির রাউৎহাট গ্রামে হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে বরকে হেনস্থ করে বাড়িঘর ব্যাপক ভাঙচুর করে এলাকার কতিপয় সস্ত্রাসীরা।