Main Menu

কসবায় বিষ দিয়ে ২০লাখ টাকার মাছ নিধন

+100%-

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:   ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথ পুর ইউনিয়নের ভুল্লাবাড়ি গ্রামে প্রতি পক্ষেরা পূর্ব শুক্রুতার জের ধরে পুকুরে ভারতীয় কিটনাশক ঢেলে প্রায় ২০লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া যায়।

শুক্রবার দুপুরে গোপীনাথ পুর ভুল্লাবাড়ি গ্রামের পিতামৃত জিন্নত আলী ভূইয়ার পুত্র মাছ চাষী আহম্মদ আলী ভূইয়া জানান, আমার গ্রামের আজিজুল হকের সাথে দীর্ঘ দিন থেকে পারিবারিক বিরোধসহ মামলা মোকাদ্দোমা চলিয়া আসিতেছে।
এর জেরকে ধরে বৃহম্পতিবার গভীর রাতে আমার সাড়ে ১০ কানি পুকুরে চাষ কৃত বিভিন্ন প্রজাতির মাছ কীটনাশক ঔষুধ ঢেলে দিয়ে প্রায় ৬/৭মণ মাছ নিধন করে। যার আনুমানিক মূল্য ১৫ থেকে ২০ লাখ।
এর আগেও দুই বার উক্ত ব্যক্তি তার দলবল নিয়ে মাছ নিধন করেছিল বলে অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্থ আহাম্মদ আলী ভূইয়া বাদী হয়ে একই গ্রামের পিতা মৃত-আব্দুর রহমানের পুত্র আজিজুলহক সহ ১০/১২ জনের বিরুদ্ধে থানায় ও বিজ্ঞ আদালতে একাধিক মামলা দায়ের করেছেন।
এই মামলা সংক্রান্ত ও পূর্ব শুক্রুতার জের ধরে আমার পুকুরে কিটনাশ ঢেলে দিয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য অনৈতিক কাজটি করেছে। আমি এর বিচার চাই।
মাছ নিধন করার বিষয়ে একই অভিযোগ করেন গ্রামের লোকজন।
মাছ নিধন করার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম মাননান জাহাঙ্গীর সত্যতা স্বীকার করেছেন।






Shares