কসবায় বজ্রপাতে একই পরিবারের দুই মহিলা নিহত




আজ বিকালে ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা গোপীনাথুর ইউনিয়নের কাজিয়াতুলি গ্রামে এই ঘটনাটি ঘটে।কসবা উপজেলা নিবার্হী অফিসকর মাসুদ উল আলম জানান, আজ বিকাল প্রায় সাড়ে তিনটার দিকে বজ্রপাত হলে এক পরিবারের দুই জন নিহত হয়।
নিহতরা ঘরের বাহিরে ধান সিদ্ধকালে বজ্রপাতের ঘটনাট ঘটে।তাদেরকে কসবা হাসপাতালে আনার পর কতর্ব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
নিহত দুইজনের পরিবারকে ৪০ হাজার টাকা প্রদান করেছে স্থানীয প্রশাসন। নিহতরা হলেন, খুকি আক্তার(২৫) স্বামী-সারোয়ার হোসেন,সুইটি আক্তার(৩০) স্বামী-মনির হোসেন,গ্রাম কাজিয়া তুলি,গোপীনাথপুর ইউনিয়ন,কসবা।
« নাসিরনগরে নতুন আক্রান্ত দুই (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত দুইজনকে ঢাকায় প্রেরণ »