কসবায় তথ্য সেবা কেন্দ্র পুড়ে ছাই :: আটক ১
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে তথ্য সেবা কেন্দ্রের মালামাল পুড়ে ছাই হওয়াসহ একজনকে পুলিশ জিজ্ঞাবাদের জন্য আটক করেছে।
ঘটনায় প্রকাশ মঙ্গলবার সন্ধ্যায় কসবা উপজেলা গোপীনাথপুর ইউপিস্থ তথ্য সেবা কেন্দ্রের দুইটি কম্পিউটার,স্ক্যানার,মডেম ,জরুরী কাগজ পত্র,ইউপির রাজস্ব নগদ ২০হাজার টাকা পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান ।
ঘটনার সংবাদ পেয়ে কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম,কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ও গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, অধ্যক্ষ আকরাম খান ঘটনাস্থলে ছুটে যান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম জানান,বিদ্যুৎ না থাকায় তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বরত শাহিন মিয়া আইপিএস থেকে সংযোগ দিয়ে তাঁর টচলাইট চার্জ করাকালে এই আগুনের সূত্রপাত ঘটে।এবং ১লাখ ৫০হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থল থেকে আইপিএসে চার্জ দেওয়াকৃত পুড়া টচলাইটটি উদ্ধারসহ শাহিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করাল কথা স্বীকার করেছেন।