কসবায় কোরবানির পশু কিনতে এসে দুর্বৃওদের হাতে নানা-নাতি রক্তাক্ত। ১জন আটক
কসবা প্রতিনিধি : কসবা উপজেলার গোপীনাথপুর ইউপির রাজনগর বাজারের পশ্চিম পাশে গত ২৯ আগস্ট মঙ্গলবার সাড়ে ১২টায় এই ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে প্রকাশ একই ইউপির ধজনগর গ্রামের আব্দুল হাকিম (৫৫) এর সাথে নাতি এনায়েত উল্লাহ (২৩) কোরবানির পশু কিনতে রাজনগর গরু বাজারে আসেন। এমতাবস্থায় একই ইউপির নোয়াগাও গ্রামের বাছির মিয়ার ছেলে মেহেদী হাসান(২০)সহ ২/৩ জন দৃর্বৃও হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পথ গতিরোধ করে। মেহেদী হাসানের হাতে থাকা ছোড়া দিয়ে নাতি এনায়েত উল্লাহ’র শরীরে আঘাত করে। নানাকে মারধর করে পকেটে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বাজারের লোকজন ঘটনাটি টের পেয়ে ঘাতক মেহেদী হাসানকে আটক করে পুলিশে সোর্পদ করেন। মেহেদী হাসানের সহযোগিরা টাকা নিয়ে পালিয়ে যায়।
আহত নাতি এনায়েত উল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় আছেন বলে তার পরিবারের সদস্যরা জানান। আহত এনায়েত উল্লাহ’র গ্রামে বাড়ি মূলগ্রাম ইউপির লবখা গ্রামের ইছাক মিয়ার ছেলে। নানা আব্দুল হাকিম বাদী হয়ে মেহেদী হাসান (২০),সোহাগ মিয়া (২৭) সহ অজ্ঞাত ২জনকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেন।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, আটককৃত মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে জেলাগারে প্রেরণ করেছেন। পুলিশ অন্যআসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রেখেছেন।