কসবায় আর্থিক সহায়তার দাবীতে ডেকোরেটার ও সাউন্ড সিষ্টেম মালিক সমিতির মানববন্ধন




আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করাহয়। মানববন্ধনে “করোনা থেকে বাঁচতে চাই, আর্থিক সহায়তা পেতে চাই” এই শ্লোগানকে সামনে বিভিন্ন পোষ্টার ব্যানার নিয়ে উপজেলা ডেকোরেটার ও সাউন্ড সিষ্টেম মালিক সমিতির সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।
এসময় কসবা উপজেলা ডেকোরেটার ও সাউন্ড সিষ্টেম মালিক সমিতির সভাপতি আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন; মফিজ উদ্দিন, জহিরুল ইসলাম,জলিল খা, বুলবুল,আরিফ,মনির হোসেন, হাসান ও দুলাল মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, করোনা মহামারিতে ডেকোরেটারের দোকানপাট বন্ধ থাকার ফলে মালিক শ্রমিকদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বক্তারা তাদের শ্রমিক কর্মচারীদেরকে প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত আর্থিক অনুদানের প্যাকেজে অন্তরভূক্ত করার জন্যে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রীর কাছে দাবী জানান।
« কসবায় করোনায় মৃত্যুর ঘটনার মিথ্যা গুজবের জের:: হামলায় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন (পূর্বের সংবাদ)