কসবায় আগুনে ২৪টি সিএনজি ও অটোবাইক সহ দোকান পুড়ে ছাই
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউপির আদ্রা অনন্তপুর স্থানীয় বাজারে আগুনে ২২টি সিএনজি ও অটেবাইকসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার দিবাগত মধ্যরাত্রি সিএনজি গ্যারেজে আগুন লেগে ১৭টি সিএনজি,৭টি অটোবাইক,১টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ২ঘন্টার চেষ্টায় করে আগুন নিভাতে সক্ষম হয়।
স্থানীয়রা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন।করোনা ভাইরাসের কারণে গাড়ি গুলো গ্যারেজে রাখা ছিল।
ফায়ার বিগ্রেড সূত্রে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টকার মত। ক্ষতিগ্রস্থরা আইনমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।
এই দিকে এ সংবাদ পেয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল এবং কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
« খাদ্য সহায়তা নিয়ে মানুষের ঘরে ঘরে ইউএনও নাজিমুল (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ »