কসবায় রক্তদান করে বাড়ি ফেরার পথে যুবক নিহত
রুবেল আহমেদ : কসবায় এক আত্মীয় মুমুর্ষ রোগীকে রক্তদান করে বাড়ি ফেরার পথে রোলারের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ইয়ার হোসেন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি সদস্যসহ নিহতের স্বজনরা।
এ ঘটনায় আরও ২ জন পুরুষ ও এক নারীসহ আহত হয়েছেন তিনজন। আহতদের বাড়ি কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইশার গ্রামে। আহতদের মধ্যে বাইসার গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সালাউদ্দিন (৩৫) ও তার স্ত্রী রুনা বেগম (২৮) কে আশংকাজন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। একই গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার ছেলে ধন মিয়া (৫৫) কে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কসবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সনজিব সরকার। খাটিহাতা হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউপি সদস্য দুলাল মিয়া জানান, নিহত ইয়ার হোসেন ব্লাড ব্যাংক অফ আন্দিকুট ইউনিয়ন নামে একটি সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুমুর্ষ রোগীদের রক্ত দিতে বিভিন্ন এলাকায় ছুটে যেতেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে এক মুমুর্ষ আত্মিয়কে রক্ত দিতে গিয়েছিলেন। সন্ধ্যায় সিএনজি যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার খাড়েরা বাসষ্ট্যান্ডের কয়েকশগজ অদুরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের উপর দাড়িয়ে থাকা বিপরীতমুখি একটি রোলারের সাথে সজোরে ধাক্কা লেগে সিএনজিটি দুমরে-মুচরে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ইয়ার হোসেন। আহত হয় আরও তিনজন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অকুল চন্দ্র বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।