Main Menu

কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির পকেট কমিটি করায় প্রতিবাদ সমাবেশ

+100%-

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিছু শিক্ষক দ্বারা প্রাথমিক শিক্ষক সমিতির তথাকথিত পকেট কমিটি গঠনের অশুভ পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষকদের একাংশ। বুধবার বিকেলে পৌর শহরের ফুড প্যালেসে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা। সমাবেশে উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।
প্রতিবাদ সমাবেশে উপজেলার ধামসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার দেলী-পাতাইসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসনাত, চাপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজির আহাম্মদ, দক্ষিন শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, চাটুয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ অলিউল্লাহ, শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক ও মনকাশাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা আক্তার। মীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হারুনুর রশিদ ভূইয়া, সাইদুর রহমান খানসহ অন্যরা।
বক্তাগন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উপজেলার সৈয়দাবাদ (উঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে তথাকথিত পকেট কমিটি করার যে অশুভ পায়তারা করা হচ্ছে তা কোনো শিক্ষক মেনে নেবেনা। উপস্থিত শিক্ষকগন তাদের এহেন কর্মের তীব্র নিন্দা জানান। অবিলম্বে এই অশুভ পায়তারা থেকে বেরিয়ে এসে উপজেলার ১১ শত শিক্ষকের সমন্বয়ে গণতান্ত্রিন প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। এর ব্যত্বয় হলে কেন্দ্রিয় কমিটিকে অবহিত করে এর বিরুদ্ধে ব্যবস্থ্য নেয়া হবে।






Shares