Main Menu

কসবায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

+100%-

কসবা উপজেলার মজলিশপুর এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোরে বিজিবি’র ৬০ ব্যাটালিয়ান এ অভিযান চালায়। ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্তবর্তী মজলিশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, প্রসাধনী ও পটকা জব্দ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।






Shares