Main Menu

কসবায় দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

+100%-

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । আজ ১৩ ই জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন‌।

এই সময় বিজনা ব্রিকসকে ৪ লাখ টাকা ও কসবা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ওই দুটি ইটভাটাকে সতর্ক করা হলো কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
হাসিবা খান কসবা সাংবাদিকদেরকে  জানান, বিজনা ব্রিকস শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তাই পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পাচ্ছে না । তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তা অমান্য করে ইট পোড়ানোয় জরিমানা করা হয়। কসবা ব্রিকসের ইট পোড়ানোর লাইসেন্স নেই এটা তারা সংগ্রহ করেননি । ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর লঙ্ঘন করায় প্রতিষ্ঠান দুইটিকে জরিমানা করা হয়।





Shares