Main Menu

ভারতে মহানবী হযরত মোহাম্মদ(সাঃ) কে নিয়ে কটূক্তি

কসবায় আহলে সুন্নত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

+100%-

কসবা প্রতিনিধি:: ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের স্বাধীনতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন কসবা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি ও পুরকুইল দরবার শরীফের পীর সাহেব মাওলানা ডক্টর ছদর উদ্দিন ।

জানা যায়, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে হিন্দু পরোহিত রামগিরি মহারাজ ও বিজেবির সাংসদ নিতেশ রানে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটূক্তি করেন। এর প্রতিবাদে ভারত সহ বাংলাদেশে সকল জেলা ও উপজেলায় দোষীদের বিরুদ্ধে ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে। এরই প্রেক্ষিতে শুক্রবার জুম্মা নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলার ছাত্র সমাজ ও মুসল্লীরা। পরে বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। বিকেল আসর নামাজের পর পৌর শহরের কদমতলী মোড় থেকে মাওলানা ছদর উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়। পরে এখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে দোষীদের ফঁসির দাবী জানান ভারত সরকার সহ আন্তর্জাতিক আদালতের নিকট। পরে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।
মাওলানা ছদর উদ্দিন জানান, দোষীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচী চলমান থাকবে।






Shares