কসবায় আনন্দঘন পরিবেশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিউচুয়াল ট্রাস্ট (এমটিবি) ব্যাংক’র ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে ফজলুল হক টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কসবা শাখা কার্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠাবার্ষিকী। ব্যাংক কার্যালয়ের সংক্ষিপ্ত পরিসরে গ্রাহক, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কসবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপশাখার ব্যাবস্থাপক মো: মিজানুল হক।
অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ আবুল খায়ের স্বপন, সহ-সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ কামাল উদ্দিন, সদস্য শাখাওয়াত হোসেন পারভেজ। ব্যাংকের গ্রাহকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক কসবা উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ মেহেদী হাসান। পরে অতিথিরা কেক কেটে সুনামের সহিত দুই যুগেরও বেশী সময় ধরে দেশের মানুষের কল্যানে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
স্বাগত বক্তব্যে ব্যাংকের উপশাখা ব্যাবস্থাপক মোঃ মিজানুল হক বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে মানুষের ভালবাসা নিয়ে গ্রাহকদের আর্থিক সেবা দিয়ে আজকে এই পর্যায়ে এসে পৌঁছাতে পেরেছে। ব্যাংকের সেবার মান অক্ষুন্ন রাখতে ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সহযোগীতা কামনা করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সম্মানিত গ্রাহক ও অতিথিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুভেচ্ছা বক্তব্যে কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গত ২৫ বছর ধরে দেশের আর্থিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুনামের সহিত দীর্ঘ ২৫ বছর অতিবাহিত করে আসছে এই প্রতিষ্ঠানটি। কসবায় গত তিন বছর ধরে সুনামের সহিত গ্রাহকদের সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। তারা যেন বিগত দিনের সুনাম অক্ষুন্ন রেখে আগামী দিনেও সুনামের এগিয়ে যেতে পারে সেজন্য তিনি গ্রাহক ও ব্যাবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান।
পরে মোনাজাত পরিচালনা করেন কসবা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ও আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ মোঃ কামাল উদ্দিন। এসময় ব্যাংকের গ্রাহক, ব্যাবসায়ী, সাংবাদি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।