Main Menu

কসবায় ৪শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন আইনমন্ত্রী

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বিকালে উপজেলার ৪শ ক্ষুদ ও প্রান্তিক কষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিকরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক এমপি কৃষকরে মাঝে বীজ ও সার বিতরণ করেছেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন,কসবাকে আমরা খাদ্যে স্বয়নসূপর্ণ করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম,সহকারি পুলিশ সুপার আবদুল করিম,সহকারি কমিশনার ভূমি জোবাইদা আক্তার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কাজী আজহারুল ইসলাম,এম.জি হাক্কানী,রুহুল আমিন ভুইয়া,কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদ সদস্য হাজী আইয়ুব আলী ভুইয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।






Shares