Main Menu

কসবায় শিক্ষককে লাঞ্জিত করায় প্রতিবাদ সভা ও স্কুলে পাঠদান বর্জন করার ঘোষণা

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রধান শিক্ষককে লাঞ্জিত করায় মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনবিবার সন্ধ্যায় কসবা পৌর  উচ্চ বিদ্যালয় হল রুমে শিক্ষককে লাঞ্জিত করার প্রতিবাদে  এক প্রতিবাদ সভায় কর্মসূচি ঘোষণা করা হয়।
কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আবু ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কসবা আর্দশ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:হেলাল  উদ্দিন,কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক জাকির হোসেন,লিয়াকত আলী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,চারগাছ এন আই ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান মজিবুর রহমান,সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মঞ্জুর খান, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কাছ, চারগাছ আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন ভূইয়া,জাকির টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক তারেক আহাম্মেদ,সাবের সাদর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করীম,সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজা,বিপুল রায়,নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ সরকার ও মো: এমরান হোসেন।
পরীক্ষায় ফেল করা ছাত্রকে ফরম ফিলাপ করাতে না দেওয়া কসবা উপজেলার শিকারপুর উচ্চ বিদ্যালয়ের টেবিল চেয়ার ভাংচুর সহ প্রধান শিক্ষক মজিবুর রহমানকে স্থানীয় ও বিদ্যালয়ের সাবেক ছাত্ররা লাঞ্জিত করায়  এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দায়েরকৃত  মামলার আসামীদের গ্রেফতারসহ হামলার প্রতিবাদে আগামী সোমবার সকালে কসবা উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলার সকল মাধ্যমিক স্কুলে পাঠদান র্বজন করে মানববন্ধনে সকল শিক্ষক,কর্মচারীদের অংশ গ্রহণের কর্মসূচি ঘোষণা  করেন।





Shares