কসবায় ট্রেন দূর্ঘটনার জেলা পর্যায়ে তদন্ত কমিটির তদন্ত শুরু
খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবার মন্দবাগে ট্রেন দূর্ঘটনার দুইদিন পর দূর্ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসনের পক্ষথেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। ১৪নভেম্বর বৃহস্পতিবার দুপুর সারে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মিতু মরিয়মের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা দূর্ঘটনা স্থলে এসে সিগনাল, রেললাইনের ত্রুটি, লগসিট, সার্ভার লাইন, কন্ট্রোল বক্স সহ সার্বিক খতিয়ে দেখেন। এসময় তারা ষ্টেশনে দায়িত্বরত সিনিয়র ষ্টেশন মাস্টার মো:খলিলুর রহমান মন্ডলের সাথে নানা বিষয়ে কথা বলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মিতু মরিয়ম জানান, দূর্ঘটনায় সার্বিক বিষয় নিয়ে আমরা তদন্ত করছি। সে সময়ে রেললাইনের পয়েন্টের অবস্থা, সিগনাল, ষ্টেশনের লগসিট, সার্ভার লাইন, কন্ট্রোল বক্স সহ সার্বিক বিষয়ের অবস্থা খতিয়ে দেখছি। পাশাপাশি আমরা ঘটনার পর ঘটনা স্থলের প্রত্যেক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহন করেছি। আগামী তিন কার্যদিবসে আমরা প্রতিবেদন জমা দেব। তদন্ত কমিটির অন্য দুই সদস্যরা হলেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকতা মো: মাসুদ উল আলম ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন।