কসবায় কুটি বাজারে ২৩ দোকান পুড়ে ছাই:: ক্ষয়ক্ষতি ২কোটি টাকারও বেশী
কসবা প্রতিনিধি(ব্রাহ্মনবাড়িয়া) ::: ব্রাহ্মনবাড়িযার কসবা উপজেলর কুটি বাজারে গত শনিবার দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে একটি দোকানের বিদ্যুতের শর্টসাকির্ট থেকে আগুন লেগে বাজারের ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে কসবা,আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, বিদ্যুৎ এর শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়। বিভিন্ন প্রকারের ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান নিণয় করা সম্ভব হয়নি।
এই দিকে স্থানীয় কুটি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জিতু বলেন আনুমানি কক্ষয়ক্ষতির পরিমান ২কোটি টাকার বেশী হতে পারে ।
« বাংলাদেশের শীর্ষ ধনী প্রিন্স মুসার ভিডিও ডকুমেন্টরি (পূর্বের সংবাদ)